ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

নিউ জিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

ওয়ানডে বিশ্বকাপের ১৬তম ম্যাচে আজ নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। বুধবার চেন্নাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগাসিন্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।


এ ম্যাচে আসরে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামবে আফগানিস্তান। অন্যদিকে এ ম্যাচ জিতে সেমিফাইনালের পথ সুগম করতে চায় নিউ জিল্যান্ড। দুই দলই নিজেদের সেরা দল নিয়েই মাঠে নেমেছে। 


কিউই বধের মিশনে মাঠে নামার আগে হাশমতউল্লাহ শাহিদী তো রীতিমতো হুঙ্কার দিয়েছেন, ‘যে কোনো জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছি। আত্মবিশ্বাস তুঙ্গে। এখনো হাতে ৫-৬টা ম্যাচ আছে। দেখা যাক কী হয়!’


এখন পর্যন্ত ওয়ানডেতে দুইবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান-নিউ জিল্যান্ড। যার দুটিতেই পরাজয় বরণ করতে হয়েছে আফগানদের। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ম্যাচ দুটি খেলে এ দুই দল।


আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।


নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

ads

Our Facebook Page